Description
দেশি মুরগির ডিম কেন খাবেন?
পুষ্টির উৎস হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় সুপার ফুড বলা হয় ডিমকে। এছাড়াও ডিমে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টি–অক্সিডেন্টসহ অন্যান্য স্বাস্থ্যকর পুষ্টি উপাদান। খোসা বাদে ডিমের সব অংশই খাওয়া যায়। সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকর। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় গড়নে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর।
ফার্মের মুরগির ডিমের তুলনায় উন্মুক্তভাবে পালা দেশি মুরগির ডিম অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। দেশি মুরগির ডিম সহজে হজম হয় এবং প্রাকৃতিক পুষ্টিগুণ যথাযথ থাকে। ছেড়ে পালা দেশি মুরগির ডিমেরে বৈশিষ্ট্য হলো এটি প্রাকৃতিক ভাবে উৎপাদিত, যাতে ক্ষতিকর কোন চর্বি থাকেনা। দেশি মুরগি প্রাকৃতিক খাবার খেয়েই সাধারণত বড় হয় বিধায় এদের ডিমগুলো নিয়ে কোন অভিযোগ পাওয়া যায় না।
Reviews
There are no reviews yet.